বারবিশা, ২৮ জানুয়ারিঃ অসম-বাংলা সীমান্তের কুমারগ্রাম থানার পাকড়িগুড়িতে অবৈধ কাঠ বোঝাই ট্রাক সহ গ্রেফতার করা হল চালককে। মঙ্গলবার তল্লাশি অভিযান চালিয়ে সেগুন কাঠ বোঝাই একটি ট্রাক আটক করে কুমারগ্রাম থানার বারবিশা আউটপোস্টের পুলিশ। জানা গিয়েছে, উদ্ধারকৃত সেগুন কাঠের আনুমানিক বাজারমূল্য ২০ লক্ষ টাকারও বেশি। কুমারগ্রাম থানার আইসি বাসুদেব সরকার জানান, নাকা চেকিংয়ের সময় ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ৫০০ সিএফটি সেগুন কাঠ উদ্ধার করা হয়। চালক কাঠগুলির বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গাড়িটিকে আটক করা হয়। গ্রেফতার করা হয় চালককে। আগামীকাল ধৃতকে আলিপুরদুয়ার আদালতে পেশ করা হবে। পাশাপাশি তিনি এও জানান, আন্তঃরাজ্য পাচার রুখতে এই ধরনের অভিযান লাগাতার চলবে।
চাপরামারি ও চন্দ্রচূড় নজর মিনার যেতে বাড়তি খরচ হবে পর্যটকদের
মূর্তি সেতু বন্ধের জন্য এবার পর্যটকদের চাপরামারি নজর মিনারে যেতে বাড়তি টাকা গুনতে হবে। মূর্তি ও লাটাগুড়ি টিকিট কাউন্টার থেকে...
Read more