বীরপাড়া, ১৭ মার্চঃ দলমোড় বিটের বনকর্মীদের অভিযানে ৫৪ সিএফটি সেগুন কাঠের গুড়ি উদ্ধার করা হল। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে দলমোড় এলাকায় অভিযান চালান বনকর্মীরা। একটি পিকআপ ভ্যান সহ সেগুন কাঠের গুড়ি উদ্ধার করা হয়। তবে পাচারকারী দল পালিয়ে যাওয়ায় কাউকে ধরা যায়নি। এই বিষয়ে দলগাঁও বন দপ্তরের রেঞ্জার দোরজি শেরপা বলেন, ‘বন থেকে কাঠ পাচারের সময় দলমোড় বিটের বনকর্মীরা অভিযান চালিয়ে কাঠ ও গাড়িটি আটক করে। তবে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধার হওয়া সেগুন কাঠের আনুমানিক বাজার মূল্য এক লক্ষ টাকা।’
চিকিৎসায় গাফিলতির অভিযোগ! রোগী মৃত্যুর ঘটনায় উত্তাল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ
শিলিগুড়িঃ চিকিৎসার গাফিলতির অভিযোগে রোগী মৃত্যুর ঘটনা ঘটল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। শনিবার সকালে এই ঘটনায় তোলপাড় হল মেডিক্যাল কলেজ...
Read more