জিষ্ণু চক্রবর্তী, গয়েরকাটা : নদী দিয়ে পাচারের আগে জলপাইগুড়ি বনবিভাগের মোরাঘাট রেঞ্জের বনকর্মীদের তত্পরতায় উদ্ধার করা হল লক্ষাধিক টাকার চোরাই শালকাঠ। রবিবার বিকেলে বনকর্মীরা সাকোয়াঝোরা -১ গ্রাম পঞ্চায়েত এলাকা লাগোয়া কালুয়া নদীর শিলবাড়িঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫০ সিএফটি চোরাই শালকাঠ উদ্ধার করেন। উদ্ধার করা কাঠগুলি বনদপ্তরের খুট্টিমারী কাঠ নিলাম কেন্দ্রে রাখা হয়েছে। এর আগেও একাধিকবার চোরাই কাঠ উদ্ধার করে সাফল্য পেয়েছে মোরাঘাট রেঞ্জের বনকর্মীরা।
উল্লেখ্য, লকডাউনের সুযোগে রাস্তাঘাট শুনসান থাকায় এবং প্রশাসনের নজর মানুষের জমায়েত রোখার ওপরে থাকার সুযোগে একশ্রেণির মানুষ কাঠপাচার চালিয়ে যাচ্ছেন। এদিনও নদী দিয়ে কাঠপাচারের উদ্দেশ্যে কাঠগুলি নদীর পাড়ে জমা করে রাখা হয়েছিল বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে। মোরাঘাট রেঞ্জের রেঞ্জ অফিসার রাজকুমার পাল বলেন, উদ্ধার করা কাঠগুলি অফিসে মজুত করে রাখা হয়েছে। যারা এই কাঠপাচার করার উদ্দেশে জমা করে রেখেছিল তাঁদের খোজ চলছে।