চালসা: গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ শাল কাঠ উদ্ধার করল বন দপ্তরের চালসা রেঞ্জ। যদিও ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। সোমবার মেটেলি ব্লকের বাতাবাড়ি চা বাগানের ৬ নম্বর লাইনের কুর্তি নদীর ধারে ঝোপ থেকে কাঠ মিলেছে।
এদিন খরিয়ার বন্দরের বিট অফিসার মানুয়ার হোসেনের নেতৃত্বে বনকর্মীরা ওই এলাকায় অভিযান চালান। বনকর্মীদের দেখে সেখান থেকে পালিয়ে যায় কাট মাফিয়ারা। কাঠগুলি উদ্ধার করে খরিয়ার বন্দর ক্যাম্পে নিয়ে আসা হয়। উদ্ধার হওয়া কাঠের বাজারমূল্য প্রায় ৩০ হাজার বলে বন দপ্তর সূত্রে খবর।
আরও পড়ুন : জল সংরক্ষণ নিয়ে কর্মশালা চালসায়