সামসী: দুর্ঘটনায় মৃত্যু হল এক ইটভাটা শ্রমিকের। বুধবার সামসী (Samsi) ও ভগবানপুরের মাঝামাঝি জায়গায় ৮১ নম্বর জাতীয় সড়কের ঘটনা। মৃত শ্রমিকের নাম সাদিকুল ইসলাম(২৬)। বাড়ি সামসী গ্রাম পঞ্চায়েতের পারাকরম গ্রামে। খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। শ্রমিকের অকালমৃত্যুতে তাঁর পরিবারের পাশাপাশি এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই শ্রমিক সাদিকুল মঙ্গলবার শ্বশুরবাড়ি ভগবানপুরে গিয়েছিলেন। সেখান থেকে এদিন কাকভোরে চাঁচলের উদ্দেশ্যে রওনা দেন তিনি। ভগবানপুর থেকে পায়ে হেঁটে সামসী যাচ্ছিলেন তিনি। পথে ৮১ নম্বর জাতীয় সড়কে তাঁর রক্তাক্ত দেহ দেখতে পান স্থানীয়রা। তাঁরাই পুলিশকে খবর দেন। সম্ভবত কোনও গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে বলেই অনুমান। পুলিশ ঘাতক গাড়িটির খোঁজ করছে।
আরও পড়ুন : নিরাপত্তা না পেলে আবাস যোজনার সার্ভে করবেন না আশা ও আইসিডিএস কর্মীরা