রাজগঞ্জ: শিলিগুড়ি লাগোয়া হলদিয়া গ্যাস সিলিন্ডার কারখানা খোলার দাবিতে আইএনটিটিইউসির তরফে নিউ জলপাইগুড়ি থানায় স্মারকলিপি জমা দেওয়া হয়। মঙ্গলবার ওই স্মারকলিপিতে কারখানা খোলার ব্যাপারে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়। আড়াই মাস থেকে কারখানাটি বন্ধ থাকায় প্রায় ১৬০ জন অর্ধাহারে দিন কাটাচ্ছে বলে সংগঠনের দাবি। যদিও কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, কারখানাটি লোকসানে চলছে। প্রয়োজনে তারা কারখানাটি বন্ধ করতে চান। কিন্তু শ্রমিকরা সহযোগিতা করছে না।
শিলিগুড়ি লাগোয়া উত্তরকন্যার কাছে হলদিয়া প্রিসিশন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড নামে গ্যাস সিলিণ্ডার কারখানা রয়েছে। সেখানে কেন্দ্রীয় সরকারের তেল সংস্থাগুলির বরাত অনুযায়ী সিলিন্ডার তৈরি করা হয়। বিভিন্ন কারণে দু’বছর থেকে ওই কারখানায় শ্রমিক মালিক অসন্তোষ লেগেই রয়েছে। এছাড়া সরকারি তেল সংস্থাগুলি থেকে পর্যাপ্ত অর্ডার না পাওয়ার কারণ দেখিয়ে মালিকপক্ষ ৭ অগাস্ট থেকে কারখানাটি বন্ধ করে দিতে চেয়েছিলেন। পরবর্তীতে তারা সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। কিন্তু ১ অক্টোবর থেকে ওই কারখানায় সাসপেনশন অফ ওয়ার্ক জারি রয়েছে।
আইএনটিটিইউসির ফুলবাড়ি-১ অঞ্চল সভাপতি ইয়ানুল হক বলেন, ‘প্রায় ২৩ বছর থেকে চলা ওই কারখানায় আগে দু’শোর বেশি শ্রমিক কাজ করলেও এখন ১৫৮ জন শ্রমিক রয়েছে। তাদের মজুরি দেওয়া হয় মাত্র ২৫০ টাকার মতো। মজুরি না বাড়িয়ে উলটে কাজ বাড়িয়েছে। মালিক পক্ষ ৫০ জন শ্রমিককে ছাটাই করতে চাইছে। কিন্তু শ্রমিকরা তাতে রাজি না হওয়ায় ১ অক্টোবর সাসপেনশন অফ ওয়ার্ক নোটিশ দিয়ে কারখানা বন্ধ করে রেখেছে। অভাবের কারণে বেসরকারি অর্থলগ্নি সংস্থা থেকে ঋণ নিয়েছে তার কিস্তি দিতে পারছে না। এদিকে শ্রমিকরা সমস্যার মধ্যে দিন কাটালেও দলের জেলা নেতৃত্বরা কোনও খোঁজখবর করছে না বলে তার অভিযোগ। আমরা চাই অবিলম্বে কারখানাটি খোলা হোক। অন্যথায় সরকারি আইন মেনে প্রাপ্য মিটিয়ে দেওয়া হোক।‘ কারখানার ম্যানেজার দেবব্রত পাল জানান, তেল সংস্থাগুলি সিলিন্ডার তৈরির বরাত কমিয়ে দিয়েছে। কারখানাটি বাঁচিয়ে রাখার জন্য শ্রমিকদের সহযোগিতা চাওয়া হয়েছিল। কিন্তু শ্রমিকরা রাজি হয়নি। প্রায় তিন কোটি টাকা লোকসান হয়েছে। তাই শ্রমিকদের প্রাপ্য দিয়ে কারখানাটি বন্ধ করতে চান। গোটা বিষয়টি জেলার শ্রম দপ্তরে জানানো হয়েছে।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial