পতিরাম: দক্ষিণ দিনাজপুরের এক পরিযায়ী শ্রমিক দল উত্তরপ্রদেশ থেকে ফেরার পথে মঙ্গলবার রাতে দুর্ঘটনার কবলে পড়ল। ওই শ্রমিকরা যে লরিতে করে ফিরছিল, সেটি বিপরীত দিকে আসা অন্য একটি গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা মারে। রাস্তাতেই পাল্টি মেরে পাশের একটি গাছে আটকে যায় শ্রমিক বোঝাই লরিটি। এই দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন। গোটা ঘটনাটি উত্তরপ্রদেশের বেল্লুর থানার লালমোড়ের ঘটেছে।
সূত্রের খবর, ওই পরিযায়ী শ্রমিক দলে থাকা ৪৮ জনই দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন এলাকার বাসিন্দা। দীর্ঘ লকডাউনে আটকে থাকার পরে তাঁরা সকলে মিলে একটি লরি ভাড়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় মঙ্গলবার রাতে। কিন্তু রওনা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে তাঁরা দুর্ঘটনার কবলে পড়েন। খবর পেয়ে, উত্তরপ্রদেশ পুলিশ তাঁদের উদ্ধার করে আহতদের বেল্লুর হাসপাতালে পাঠায়। বাকিদের বেল্লুর থানা চত্ত্বরে থাকার ব্যবস্থা করে। যদিও হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই আহত এক চার বছরের শিশুর মৃত্যু হয় বলে ওই শ্রমিক দলের মোস্তারিনা খাতুন জানান। অন্য এক শ্রমিক মোফাজ্জেল মন্ডল জানান, ধাক্কা মারার পর লরিটি রাস্তার পাশের গাছে আটকে না গেলে দুর্ঘটনাটি মর্মান্তিক পর্যায়ে পৌঁছাত।
এদিকে বেল্লুর পুলিশের সহযোগিতায় শ্রমিক দলের সদস্যরা বুধবার দুপুরে ফের গাড়ি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তাঁরা প্রত্যেকেই তপন থানার মিহিনগর,কড়ই চেচড়া,কুমারগঞ্জ,বালুরঘাট,গঙ্গারামপুর এলাকার বাসিন্দা। কিন্তু তাঁরা আদেও বাড়ি ফিরতে পারবেন কিনা সংশয়ে আছেন। কারণ, ঘূর্ণিঝড় আমফানের ঝেরে তাঁরা আবারও পথে আটকে যেতে পারেন বলে মনে করছেন।