নাগরাকাটা: শ্রম দপ্তর হস্তক্ষেপ করায় তিনদিনের ধর্না তুলে নিলেন নাগরাকাটার(Nagrakata) নয়া শাইলি চা বাগানের শ্রমিকরা। বুধবার সকালে গেট মিটিংয়ের পর ওই ধর্না তুলে নেওয়া হয়। গত সোমবার থেকে বকেয়া পিএফ, গ্র্যাচুইটি সহ নানা দাবিতে ওই বাগানটিতে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের ব্যানারে ফ্যাক্টরির গেটের সামনে ধর্না চলছিল। মঙ্গলবার শ্রম দপ্তর ত্রিপাক্ষিক বৈঠকে ডাকার বার্তা পাঠায়। সেকারণে এদিন সেখানে ধর্না প্রত্যাহার করে নেওয়া হয়। গেট মিটিংয়ে শামিল হন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও সংগঠনের কোর কমিটির সদস্য সঞ্জয় কুজুর, সাধারণ সম্পাদক বৈজুনাথ নায়েক, ব্লক কমিটির সহ সভাপতি আজাদ আনসারি প্রমুখ।
সঞ্জয় কুজুর বলেন, ‘এখানকার শ্রমিকদের দাবি দাওয়া অত্যন্ত ন্যায্য। শ্রম দপ্তর হস্তক্ষেপ করায় ধর্না আপাতত উঠিয়ে নেওয়া হল। ৬ জুলাইয়ের বৈঠকের ফল দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’ চা মালিকদের সংগঠন আইটিপিএ-র ডুয়ার্স শাখার সম্পাদক রাম অবতার শর্মা বলেন, ‘আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হবে।’ মালবাজারের ডেপুটি লেবার কমিশনার চিয়ং শেরপা বলেন, ‘বৈঠক ডাকা হয়েছে। এর মাঝে শ্রমিকরা যাতে আন্দোলন না করেন সেই বার্তা পাঠানো হয়েছে।’
নয়া শাইলির শ্রমিকদের বক্তব্য, সেখানে দীর্ঘ কয়েক বছর ধরে শ্রমিকদের খাতের পিএফ-এর টাকা কেটে নেওয়া হলেও তা মালিকপক্ষ জমা করছে না। বকেয়া আছে গ্র্যাচুইটির টাকাও। এর বাইরে আরও নানা দাবি-দাওয়াও সেখানে রয়েছে।
আরও পড়ুন : Elephant Attack | বড়দিঘি চা বাগানে হাতির হানায় শ্রমিক আবাস ক্ষতিগ্রস্ত