পারডুবি: বিডিও অফিসে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হল। বৃহস্পতিবার কোচবিহার জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের উদ্যোগে মাথাভাঙ্গা ২ ব্লকের মাটিয়ারকুঠিতে বিডিও অফিসে কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্লক প্রশাসনের এক আধিকারিক জানান, এদিন ব্লক স্তরে ত্রিস্তরীয় পঞ্চায়েত সদস্যদের প্রাতিষ্ঠানিক ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে আলোচনা করা হয়। এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন, বিডিও উজ্জ্বল সর্দার, যুগ্ম বিডিও পেট্রোলিনা লেপচা প্রমুখ।
আরও পড়ুন : নদী ভাঙন ঠেকাতে পাড় বাঁধের কাজ শুরু