কালচিনি: করোনা সংক্রমন ও দীর্ঘ সময় ধরে চলতে থাকা লকডাউনের জেরে ব্যাপক প্রভাব পড়েছে সাধারণ মানুষের রুজি-রোজগারে। আর্থিক সমস্যায় পড়েছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের স্বনির্ভর করতে উদ্যোগী হল কালচিনি ব্লক প্রশাসন। মঙ্গলবার থেকে বিডিও অফিস চত্বরে শুরু হল আলুর চিপস তৈরির কর্মশালা। কর্মশালায় ব্লকের প্রায় ২৫জন মহিলারা প্রশিক্ষণ নিচ্ছেন।
বিডিও প্রশান্ত বর্মন জানান, ২৪দিন ধরে ওই কর্মশালা চলবে। প্রাথমিকভাবে চা বলয় ও বনবস্তির মহিলাদের নিয়ে ওই কর্মশালা শুরু করা হয়েছে। পরবর্তীতে ব্লকের বিভিন্ন এলাকার মহিলাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রশিক্ষণ শেষ হলে মহিলারা বাড়িতে বসে চিপস তৈরি করে তা বাজারজাত করবেন। পাশাপাশি ব্লক প্রশাসনের তরফে তৈরি করা আলুর চিপস বিপণনের ব্যবস্থা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে মহিলারা স্বনির্ভর হয়ে উঠতে পারবেন বলে মনে করা হচ্ছে। এদিন কালচিনি ও সংলগ্ন চা বাগান ও বনবস্তি এলাকার মহিলারা ওই কর্মশালায় প্রশিক্ষণ নিতে আসেন।