নাগরাকাটা: পঞ্চায়েত স্তরের নানা উন্নয়নমূলক সরকারি প্রকল্পের খুঁটিনাটি নিয়ে সোমবার কর্মশালা করল প্রশাসন। এদিন নাগরাকাটা বিডিও অফিসে অনুষ্ঠিত এই কর্মশালায় ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের পঞ্চদশ অর্থ কমিশন মারফত পঞ্চায়েতগুলির প্রাপ্ত বরাদ্দ ও সেই সঙ্গে এলাকার উন্নয়নে কী ধরনের কাজ করতে হবে সেসব বিশদে জানানো হয়। জোর দেওয়া হয় পানীয় জল ও স্বাস্থ্যবিধি প্রকল্পের ওপর। নাগরাকাটার পঞ্চায়েত উন্নয়ন আধিকারিক জিগমে ডুগমা জানান, পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে নির্বাচিত সদস্যদের সচেতন করতেই এই ধরনের কর্মশালা। এদিন ব্লকের ৩টি পঞ্চায়েতের সদস্যরা কর্মশালায় উপস্থিত ছিলেন। কর্মশালায় বক্তব্য রাখেন মমতা পাল চন্দ, থিয়া মুখোপাধ্যায়ের মতো জেলা স্তরের প্রশিক্ষকরা।
আরও পড়ুন : দোল উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে বৈঠক