রায়গঞ্জ: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বনবিভাগের উদ্যোগে রায়গঞ্জ কুলিক অভয়ারণ্যে বন্য আইন ও তার প্রণয়ন নিয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হল। বুধবার এই কর্মশালায় উপস্থিত ছিলেন মালদা ও শিলিগুড়ির বন বিভাগের বিট অফিসার, লিগাল অফিসার তীর্থাঙ্কুর মুখোপাধ্যায়, রায়গঞ্জের রেঞ্জার প্রমিকা লামা সহ অন্যান্যরা।
রায়গঞ্জ বিভাগীয় বন আধিকারিক কমল সরকার জানান, এদিন রায়গঞ্জ কুলিক অভয়ারণ্যের কর্মশালায় মূলত বন্য আইন ও তার প্রণয়ন নিয়ে আলোচনা করা হয়। কুলিক পক্ষীনিবাসের রেঞ্জার প্রমিকা লামা জানান, এমন কর্মশালা ঘুরে ফিরে বিভিন্ন বনবিভাগে আয়োজন করা হয়। ২০১৮ সালের পর রায়গঞ্জে এমন কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এদিন বন বিভাগের সম্পত্তির পাশাপাশি বন্য পশুদের সংরক্ষণ নিয়ে আলোচনা করা হয়।