নয়াদিল্লি, ১৪ জুনঃ আর কিছুক্ষণ পরেই শুরু হবে বিশ্বকাপের বোধন। ফুটবল জ্বরে আক্রান্ত গুগল পরিবারও। গুগলও এই দিনের বিশেষত্বকে মনে রেখে ডুডলটি প্রকাশ করেছে। একটা ট্রফি, ৩২টি দল, তা নিয়েই শুরু হল রাশিয়ায় বিশ্বকাপের মহারণ। গুগল ডুডলের ওপর মাউসের একটি ক্লিকেই দেখা যাচ্ছে বিশ্বকাপের কর্মসূচী।