ময়নাগুড়ি: বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন করা হল ময়নাগুড়ি(Mainaguri) উত্তর মণ্ডলের তরফে। সমগ্র শিক্ষা মিশন জল্পাইগুড়ির আর্থিক সহযোগিতায় এবং ময়নাগুড়ি উত্তর চক্র সম্পদ কেন্দ্রের ব্যবস্থাপনায় গত তিন তারিখ থেকে ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন জায়গাতে এই কর্মসূচি করা হয়েছে। বুধবার ৭ ডিসেম্বর ময়নাগুড়ির খাগড়াবাড়ি গ্রামের খুকশিয়া উদ্যানে পরিদর্শনে নিয়ে যাওয়া হয় মোট পচিশ জন বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের। সেখানে বসে আঁকো প্রতিযোগিতার, নাচ, গান আবৃত্তি সহ নানা অনুষ্ঠান চলে। পাশাপাশি শিক্ষা সরঞ্জাম সহ শীতবস্ত্র তুলে দেওয়া হয়। ময়নাগুড়ি উত্তর মণ্ডলের অবর বিদ্যালয় পরিদর্শক নবনীতা মুখোপাধ্যায় সহ অন্যান্যরা এদিন উপস্থিত ছিলেন।