বুনিয়াদপুর: জাঁকজমকপূর্ণভাবে পুজো হল বুনিয়াদপুরের থিঙ্গুর নরসিংহ দেবের মন্দিরে। শনিবার সকাল থেকে মন্দিরে পুজো দিতে ভক্তদের ঢল নামে। ২৯ বছর ধরে প্রতিবছর বৈশাখের চতুর্দশী তিথিতে নরসিংহ দেবের পাথরের মূর্তিতে এই পুজো হয়ে আসছে।
কথিত আছে, আজকের তিথিতেই ভগবান বিষ্ণু মর্তে আবির্ভূত হয়েছিলেন অর্ধ সিংহ অর্ধ মানব অবতারে। সেই জন্য তাঁর এই রূপটি নৃসিংহ বা নরসিংহ নামে প্রসিদ্ধ। বুনিয়াদপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের থিঙ্গুর এলাকায় আশ্রমিক পরিবেশে সারা বছর ধরে সকাল সন্ধ্যায় দু’বেলা পূজার্চনা হয়। এই দিনটিতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে এই দেবতার পুজো ও আরাধনা চলে। মন্দিরের পাশেই রয়েছে বিশাল আকৃতির পুকুর। স্থানীয় নিপেন্দ্রনাথ সরকার ২৯ বছর আগে এই পুকুর খনন করার সময় এই নরসিংহ দেবের পাথরের মূর্তিটি উদ্ধার হয়। তারপর থেকেই এখানে নিজস্ব জায়গায় মন্দির তৈরি করে পুজো শুরু করেন। প্রতিবছরই দূরদূরান্ত থেকে মানুষ পুজো দিতে আসেন এই নৃসিংহ মন্দিরে।