নয়াদিল্লি: ভারতীয় ক্রীড়া জগতে ফের খুশির খবর। মা হলেন বিশ্ব বিখ্যাত মহিলা কুস্তিগীর ববিতা ফোগাট। ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। সেই খবর তিনি নিজেই জানান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
“Meet our little SONshine.”🧿
“Believe in dreams; they do come true. Ours came dressed in blue!”💙#mother #love #care pic.twitter.com/66CE8b43tx
— Babita Phogat (@BabitaPhogat) January 11, 2021
২০১৯ সালে বিবেক সুহাগের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয় কুস্তিগীর ববিতা ফোগাট। পরবর্তীতে গত বছর নভেম্বর মাসে প্রথম অন্তঃসত্ত্বা হওয়ার কথা প্রকাশ্যে আনেন তিনি। এরপরই গত ১১ জানুয়ারি সদ্যজাত পুত্র সন্তানের সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় দেন। এরপরই ভক্তদের শুভেচ্ছা বার্তায় ভরে যায় সোশ্যাল মিডিয়া।