উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: খেলা চলাকালীন আচমকাই খালি করে দেওয়া হল কমনওয়েলথ গেমসের(Commonwealth Games) কুস্তির স্টেডিয়াম। সেইসময় ভারতীয় কুস্তিগির দীপক পুনিয়া সদ্য লড়াই জিতেছেন। সূত্রের খবর, খেলা চলাকালীন স্টেডিয়ামের ছাদ থেকে একটি স্পিকার খুলে পড়ে যায়। এক ম্যাট চেয়ারম্যানের পাশের স্পিকারটি খুলে পড়ে। সেই কারণে কিছুক্ষণ খেলা স্থগিত রাখা হয়েছিল। জানা গিয়েছে, বিভিন্ন খেলার ফল ঘোষণার জন্যই স্টেডিয়ামের ছাদে ওই স্পিকার লাগানো হয়েছিল। সেটি খুলে পড়ায় কিছুক্ষণের জন্য খেলা বন্ধ রাখা হয়। যদিও ঘটনায় কোনও আহতের খবর পাওয়া যায়নি। সকলেই নিরাপদে রয়েছে। তবে কোনও ত্রুটি রয়েছে কী না তা খতিয়ে দেখছে আয়োজকরা।
কমনওয়েলথ গেমস থেকে দেশে ফেরার আগে হঠাৎ নিখোঁজ পাকিস্তানের দুই বক্সার
ডিজিটাল ডেস্কঃ বার্মিংহামে সবে শেষ হয়েছে কমনওয়েলথ গেমস। এবার সবার ঘরে ফেরার পালা। কিন্তু তার মধ্যেই দুশ্চিন্তা ঘনাল পাকিস্তানে। কারণ...
Read more