মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের রানীনগর থানা এলাকা থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের মূল্য আন্তর্জাতিক বাজারে কয়েক লক্ষ টাকা। ইয়াবা ট্যাবলেট পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রানীনগর থানার পুলিশ। ওই ব্যক্তির বিরুদ্ধে এনডিপিএস আইনের একাধিক ধারায় মামলা রুজু করে রবিবার তাকে বিশেষ আদালতে পেশ করা হয়েছে।
রানীনগর থানা সূত্রে জানা গেছে, রবিবার ভোরে কালুখালী গ্রামের ব্রিজের কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে রানীনগর থানার পুলিশ। সেই ব্যক্তিকে আটক করে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট। ধৃত ব্যক্তির নাম মোজাম্মেল শেখ(২৫)। তার বাড়ি রানীনগর থানা এলাকাতেই। পুলিশ তার ব্যাগ থেকে প্রায় ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। উদ্ধার হওয়া এই মাদক ট্যাবলেট উত্তর-পূর্ব ভারতের একটি রাজ্য থেকে আনা হয়েছিল বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে। উদ্ধার হওয়া মাদকের মূল্য আন্তর্জাতিক বাজারে লক্ষাধিক টাকা।
আরও পড়ুন : সরকারি স্কুলের পোশাক পাচার করতে গিয়ে ধরা পড়লেন ব্যক্তি