ডিজিটাল ডেস্কঃ কয়েকদিন যাবৎ কর্ণাটকে ব্যাপকভাবে সাম্প্রদায়িক অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। আর সেই নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। সম্প্রতি কর্ণাটকে হিজাব বিতর্ক থেকে শুরু করে হালাল মাংস, মুসলিম সম্প্রদায়ের ফল বিক্রেতার দোকান ভাঙচুর প্রসঙ্গে অশান্ত হয়ে উঠছে কর্ণাটকের পরিবেশ। আর এই নিয়ে এবার কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদদুরাপ্পা তীব্র নিন্দা করে মুসলমানদের শান্তিতে থাকতে দেবার আবেদন জানালেন। উল্লেখ্য, ইয়েদুরাপ্পার এই মন্তব্যকে সমর্থন জানিয়েছেন বিজেপির আরও ২ বিধায়ক। দীর্ঘদিন ধরেই কর্ণাটকে মুসলমানদের ওপর যেভাবে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে, তার বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী দলগুলি। আর এই তালিকায় এবার নাম যোগ হলো ইয়েদুরাপ্পার। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইয়েদুরাপ্পা জানিয়েছেন, রাজ্যে যেন হিন্দু-মুসলমান একসাথে থাকতে পারে। যদিও ইয়েদুরাপ্পার এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই গেরুয়া শিবিরের অন্দরেই ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে। পাশাপাশি প্রশ্ন উঠছে, ইয়েদুরাপ্পা কি এবার বিজেপি ছাড়তে চলেছেন? যদিও তার উত্তর এখনও পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ তিরুপতি মন্দিরে ভিড়ে বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে আহত ৩