মুম্বই, ৮ মার্চঃ টাকা নয়ছয়ের অভিযোগে ইয়েস ব্যাংকের প্রতিষ্ঠাতা তথা কর্ণধার রানা কাপুরকে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শনিবার মুম্বইয়ের ওরলিতে রানার বাড়িতে হানা দেয় ইডি। সেখানে বহুক্ষণ তল্লাশি চালানো হয়। জেরার জন্য রানাকে শনিবার মুম্বইয়ে বেলার্ড এস্টেটের ইডি-র দফতরে নিয়ে আসেন তদন্তকারী আধিকারিকরা। ২০ ঘণ্টা টানা জেরার পর রবিবার রানাকে গ্রেপ্তার করা হয়। ইডি সূত্রে জানানো হয়, তদন্তে সহযোগিতা না করার জন্য এবং আর্থিক কেলেঙ্কারির অভিযোগে রানাকে গ্রেফতার করা হয়েছে। এ দিন তাঁকে আদালতে পেশ করা হবে বলে তদন্তকারী অফিসাররা জানিয়েছেন। ইয়েস ব্যাংকের আরও কয়েকজন প্রাক্তন ডিরেক্টরের নামেও লুক আউট সার্কুলার জারি করা হয়েছে। শনিবার দিনভর রানর বাড়ি ‘সমুদ্র ভবন’-এ তল্লাশি করে ইডি। তল্লাশির পরে ইডি-কর্তারা জানতে পারেন, দেওয়ান হাউজিং ফিনান্স লিমিটেড (ডিএইচএফএল)-এর মালিক ধীরজ ওয়াধাবনের সংস্থা আর কে ডব্লিউ ডেভেলপার্স-কে ৭৫০ কোটি টাকা ঋণ দিয়েছিল ইয়েস ব্যাঙ্ক। কে ডব্লিউ ডেভেলপার্সের সঙ্গে দাউদ ইব্রাহিমের এক সময়ের সঙ্গী ইকবাল মেমন ওরফে ইকবাল মির্চির কয়েক হাজার কোটি টাকার লেনদেন হয়েছিল বলে আগেই জানতে পেরেছিল ইডি।অন্য দিকে, দিল্লি ও মুম্বইয়ে রানার তিন মেয়ের বাড়িতেও তল্লাশি চালায় ইডি। ইডি সূত্রের বক্তব্য, রানা ইয়েস ব্যাঙ্কের শীর্ষ পদে থাকার সময় এমন বহু সংস্থাকে ঋণ মঞ্জুর করেছিলেন, যেগুলি লোকসানে ডুবে রয়েছে। ঋণ শোধ না হওয়ার আশঙ্কা সত্ত্বেও রানা ওই সংস্থাগুলিকে ঋণ দেন।