উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের হাথরসে ১৯ বছর বয়সী দলিত তরুণীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে গর্জে উঠেছে সারা দেশ। অভিযোগ, তরুণীকে গণধর্ষণ করা হয়েছে। গোটা ঘটনার তদন্তভার এবার সিবিআইয়ের হাতে তুলে দিল যোগী সরকার। শনিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর দপ্তরের তরফে টুইট করে একথা জানানো হয়েছে।
हाथरस की दुर्भाग्यपूर्ण घटना और जुड़े सभी बिंदुओं की गहन पड़ताल के उद्देश्य से @UPGovt इस प्रकरण की विवेचना केंद्रीय अन्वेषण ब्यूरो (CBI) के माध्यम से कराने की संस्तुति कर रही है।
इस घटना के लिए जिम्मेदार सभी लोगों को कठोरतम सजा दिलाने के लिए हम संकल्पबद्ध हैं।
— Yogi Adityanath (@myogiadityanath) October 3, 2020
হাথরসের ওই তরুণীকে নৃশংসভাবে হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে সরব হয়েছে দেশের জনগণ। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় চাপে পড়ে ইতিমধ্যেই হাথরসের পুলিশ সুপার, ডেপুটি পুলিশ সুপার-সহ একাধিক পদস্থ আধিকারিককে সাসপেন্ড করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কিন্তু তারপরও ক্ষোভ প্রশমিত হয়নি।
দেশের বিভিন্ন প্রান্তের ও বিভিন্ন ক্ষেত্রের মানুষ ঘটনার সঠিক তদন্তের দাবিতে সোচ্চার হন। যেভাবে চাপ বাড়ছিল তাতে কার্যত বাধ্য হয়েই এবার ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিল যোগী সরকার।