ডিজিটাল ডেস্কঃ উত্তরপ্রদেশের বিজেপি সরকার করল নতুন ঘোষণা। এবার থেকে নতুন মাদ্রাসা শুরু হলে সেখানে আর কোন অনুদান দেওয়া হবে না সরকার থেকে। মঙ্গলবার জানিয়ে দেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। কিছুদিন আগেই উত্তরপ্রদেশের যোগী সরকার রাজ্যের মাদ্রাসাগুলিতে জাতীয় সংগীত গাওয়া বাধ্যতামূলক ঘোষণা করেছে। বিগত অর্থবর্ষে মাদ্রাসা গুলির আধুনিকীকরণের জন্য যোগী(yogi adityanath) সরকার ৪৭৯ কোটি টাকা বাজেট ধার্য করেছিল। সেসময় ১৬০০০ সরকারি নথিভুক্ত মাদ্রাসাকে অনুদান দেওয়া হবে বলে ঠিক হয়। কিন্তু নতুন করে আর কোন মাদ্রাসা(madrasa) শুরু হলেও তাকে অনুদান দেওয়া হবে না। যোগী সরকারের এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।
আরও পড়ুনঃ ১৯৯৩-এর মুম্বই বিস্ফোরণে অভিযুক্ত চারজন পুলিশের জালে