ডিজিটাল ডেস্কঃ একদিকে ঘরকন্নার কাজ, অন্যদিকে অফিস সামলে ত্বকের পরিচর্যা করা একদমই হয়ে ওঠে না।পাঁচরকমের জিনিস মিশিয়ে প্যাক বানাতে অনেকেরই ধৈর্যে কুলোয় না, আবার সব জিনিস হাতের কাছে পাওয়াও যায় না। কাজেই বাদ পড়ে যায় ত্বকের পুষ্টি। কেমন হয় যদি একটি জিনিস দিয়ে প্যাক বানানো যায় স্বল্প সময় স্বল্প খরচে, সেরাকমই একটা জিনিস হলো পেঁপে। ত্বকের একাধিক সমস্যার সমাধান করে পাকা পেঁপে, জেনে নিন…..
১) ত্বকের তারুণ্য ধরে রাখতে:
পেঁপের আলফা হাইড্রক্সিল অ্যাসিড যা মুখে বয়সের দাগছোপ পড়তে দেয় না, ত্বকের সূক্ষ্ম রেখা ও বলিরেখাকে আসতেই দেয় না। পাশাপাশি পেঁপের ভিটামিন ই আর সি ত্বক তরতাজা করে তোলে। পাকা পেঁপে আধকাপ চটকে তাতে এক চামচ দুধ আর অল্প মধু মিশিয়ে মুখে লাগিয়ে নিন। কুড়ি মিনিট মতো রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’বার ব্যবহার করলে ম্যাজিকের মতো ফল পাবেন।
২) দাগছোপের উপশমে:
মুখে ব্রণর দাগ থেকে শুরু করে সব রকম ছোপ কমাতে পেঁপের যথেষ্ট ভূমিকা আছে। তবে তার জন্য দরকার কাঁচা পেঁপে। ব্লেন্ডারে দিয়ে পেঁপের টুকরোটা থেঁতো করে নিন, তাতে একচাচামচ পাতিলেবুর রস মেশান। মিশ্রণটা ব্রণর দাগের উপরেও লাগাতে পারেন। শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। নিয়মিত কয়েকবার করলে দাগ হালকা হতে শুরু করবে।
৩) গায়ের রং উজ্জ্বল করতে:
প্রাকৃতিকভাবে ত্বক উজ্জ্বল করতে হলে পাকা পেঁপে বেছে নিন। প্রথমে পেঁপেটা চটকে নিন, আধকাপ মতো পরিমাণ হবে। তাতে একটা গোটা পাতিলেবুর রস দিয়ে ভালো করে ঘেঁটে মিশিয়ে নিন। এই মিশ্রণ পুরো মুখে, গলায়, হাতে মেখে আধঘণ্টা রাখুন, তার পর ঠান্ডা জলে ধুয়ে ফেলবেন। দেখবেন ভালো ফল পাবেন।
আরও পড়ুন: Skin Care | অদ্ভুত কিছু জিনিস যা আপনার ত্বককে উজ্জ্বল করতে পারে…..