বর্ধমান: পঞ্চায়েত ভোটের ঢাকে কাঠি এখনও পড়েনি। তার আগে হুমকি পোস্টার ঘিরে এখন সরগরম পূর্ব বর্ধমান(Burdwan) জেলার রাজনীতি। ’সিপিএম করলে খুন করা হবে’, এমনই হুমকি পোস্টার রবিবার নিজের বাড়ির দেওয়ালে দেখতে পান মঙ্গলকোটের কৈচরের সিপিএম সমর্থক চিন্ময় মুখোপাধ্যায়। ঘটনা জানাজানি হতেই মঙ্গলকোটের রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। বিষয়টি নিয়ে মঙ্গলকোট থানার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে ওই সিপিএম সমর্থকের পরিবার দাবি করেছে। পোস্টার কারা লাগিয়েছে, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
সিপিএম নেতৃত্বের কথায় জানা গিয়েছে, কৈচর রেলস্টেশনের কাছে পোস্টঅফিস পাড়ায় বাড়ি সিপিএম সমর্থক চিন্ময় মুখোপাধ্যায়ের। তিনি দাবি করেন, রবিবার সকালে প্রথম তিনি তাঁর বাড়ির দেওয়ালে দুটি হুমকি পোস্টার সাঁটানো দেখতে পান। পরে সোমবার সকালে ফের একই ধরনের দু’টি হুমকি পোস্টার তাঁর বাড়ির সদর দরজার গ্রিলের ফাঁক দিয়ে কেউ ঢুকিয়ে দিয়ে যায়। একটি পোস্টারে খুনের হুমকি দিয়ে লেখা রয়েছে, ‘তোরা সিপিএম করলে সবাইকে খুন করব। সাবধান করে দিচ্ছি কালকের মধ্যে মঙ্গলকোট ছেড়ে চলে যা। মঙ্গলকোটে থাকলে প্রাণে শেষ করে দেব।’ পোস্টারের তলায় ‘জয় বাংলা’ লেখা রয়েছে বলে চিন্ময়বাবু দাবি করেন। পাশাপাশি তিনি এও জানান, ঘটনার কথা সোমবার তিনি পুলিশকে জানিয়েছেন। তারপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পোস্টার দু’টো ছিঁড়ে দিয়ে যায়। হুমকি পোস্টার নিয়ে আতঙ্কে রয়েছেন বলে চিন্ময়বাবু জানান।
এই বিষয়ে সিপিএমের পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য দুর্যোধন সর বলেন, ‘যাঁরা সিপিএমের উত্থানটা মেনে নিতে পারছেন না তাঁরাই এমন কাজ করছেন। এর উদ্দেশ্য হল ভীতি তৈরি করা। পঞ্চায়েত ভোটের আগে সমর্থকরা ভয়ে যাতে সিপিএমের কর্মসূচিতে যোগ না দিতে পারেন, তাই এই ধরনের কাজ করা হয়েছে। তবে এসব করে কিছু লাভ হবে না।’
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা কমিটির সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, ‘এই ঘটনার সঙ্গে আমাদের দলের কোনও সম্পর্ক নেই। আমরা চাই পুলিশ তদন্ত করে সত্য উদঘাটন করুক।’ মঙ্গলকোটের তৃণমূল বিধায়ক অপূর্ব চৌধুরী বলেন, ‘এটা পঞ্চায়েত ভোটের আগে হাওয়া গরম করার কৌশল ছাড়া আর কিছু নয়।’