ময়নাগুড়ি: ময়নাগুড়ির তিস্তা সেতু থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হল এক যুবকের। শুক্রবার দুপুরের ঘটনা। মৃত যুবকের নাম সন্তোষ শা। বাড়ি শিলিগুড়ির মাল্লাগুড়ি এলাকায়। এদিন দুপুরে ওই যুবক হঠাৎই তিস্তা সেতু থেকে নদীতে ঝাঁপ দেন৷ স্থানীয় মাঝিরা ঘটনাটি দেখতে পেরে নদীতে নৌকা নামিয়ে ওই যুবককে উদ্ধার করার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে মৃত্যু হয় তাঁর। এরপর স্থানীয় মাঝিরাই দেহটি নদী থেকে উদ্ধার করে পুলিশকে খবর দেন। কী কারণে ওই যুবক আত্মঘাতী হল তা স্পষ্ট নয়। ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস জানিয়েছেন, যুবকের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে৷ শনিবার দেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে।
আরও পড়ুনঃ করণদিঘিতে নববর্ষ উপলক্ষ্যে শোভাযাত্রা