তুফানগঞ্জ: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। বুধবার ঘটনাটি ঘটেছে চিলাখানা-২ গ্রাম পঞ্চায়েতের উত্তর ঘোগাড়কুটিতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম প্রিয়নাথ দাস ওরফে সুজন দাস(২৩)। পরিবার সূত্রে জানা গিয়েছে, নতুন পাকা বাড়ি তৈরির জন্য কাজ চালু হয়েছে তাঁদের বাড়িতে। সেখানে কয়েকদিন যাবৎ রাজমিস্ত্রি কাজ করছে।এদিন রাজমিস্ত্রি কাজ করার সময় মিস্ত্রির গোলানো মসলায়(সিমেন্ট, বালু, পাথর) জল দেবার জন্য বাড়ির পেছনে জলের মোটরে সুইচ দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরে যান সুজন। দ্রুত তাকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ(tuffanganj) থানার পুলিশ।
আরও পড়ুনঃ জমির মালিকানা নিয়ে বিবাদ, জখম ৭