বক্সিরহাট: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম প্রসেনজিৎ বর্মন (২৩)। তাঁর বাড়ী বক্সিরহাট থানার হরিপুরে।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় তুফানগঞ্জ থেকে বাইক নিয়ে বাড়ি ফেরার পথে আচমকা একটি টোটোর মুখোমুখি হন তিনি। এরপর ভেজা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের উপর পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
- Advertisement -