জলপাইগুড়ি: গভীররাতে মোবাইলে ভিডিও কল করার পরেই তিস্তা নদীতে ঝাঁপ দিল এক যুবক। ২৯ বছরের ওই যুবকের নাম ধীরাজ প্রজাপতি। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির তিস্তার সেতুতে। অনুমান, মানসিক অবসাদে ভুগছিলেন ওই যুবক। তার জেরেই আত্মহত্যা করতে চেয়ে নদীতে ঝাঁপ দেন তিনি। এখনও যুবকের খোঁজ মেলেনি। তবে তাঁর খোঁজে উদ্ধার কাজ চালাচ্ছে সিভিল ডিফেন্স।
স্থানীয় সূত্রে খবর, অসমের একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ধীরাজের। সম্প্রতি তাঁদের সম্পর্কে চিড় ধরেছিল। তবে সেই কারণেই মানসিক অবসাদ কী না তা জানা যায়নি। যুবকের দাদা মনোজ প্রজাপতি বিএসএফে কাজ করেন। রানিনগর বিএসএফ ক্যাম্পে কর্মরত তিনি। বিএসএফ ক্যাম্পের বাইরে ধীরাজের মোবাইলের দোকান রয়েছে। গতকাল রাতে ভিডিও কলে পরিবারের সঙ্গেই কথা বলেছিলেন ওই যুবক। তারপরই ঝাঁপ দেন তিস্তায়।