রায়গঞ্জ: নাবালিকাকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল রায়গঞ্জ (Raiganj) থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই যুবকের নাম ইমরান আলি (১৯)। পেশায় রাজমিস্ত্রি। বাড়ি রায়গঞ্জ থানার বাহিন গ্রাম পঞ্চায়েতের লহুজ গ্রামে। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। শুক্রবার রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই যুবক পাশের গ্রামের এক কিশোরীকে চারদিন আগে অপহরণ করে অন্যত্র নিয়ে যায়। এই ঘটনায় কিশোরীর পরিবারের তরফে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নাবালিকা মেয়ে সহ ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে ওই নাবালিকা পুলিশি হেপাজতে রয়েছে। ওই নাবালিকাকে আদালতে জবানবন্দি ও মেডিকেল টেস্টের জন্য রাখা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন: Raiganj News | বাবা-মাকে মারধর দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ছেলে