ঘোকসাডাঙ্গা: বচসায় জড়িয়ে ছুরিকাহত হলেন এক যুবক! বুধবার ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা(Mathabhanga) ২ ব্লকের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ডাউয়াগুড়িতে। জখম পরিতোষ মহন্ত (২৫) বর্তমানে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডাউয়াগুড়িতে মাথাভাঙ্গা-ফালাকাটা রাজ্য সড়কের পাশে একটি পেট্রোল পাম্প রয়েছে। সেই পেট্রোল পাম্পের মালিকের চালক পরিতোষের সঙ্গে স্থানীয় মানিক বিশ্বশর্মা (৪২) নামে এক ব্যক্তির কোনও কারণে বচসা বাধে। এরপরই মানিক বিশ্বশর্মা পরিতোষকে ছুরি দিয়ে আঘাত করে বলে অভিযোগ। রক্তাক্ত জখম অবস্থায় পরিতোষকে ঘোকসাডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। সেখান থেকে তাঁকে কোচবিহারে রেফার করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।