কালিয়াগঞ্জ: থানায় এসে আত্মসমর্পণ করল ধর্ষণে অভিযুক্ত যুবক। বৃহস্পতিবার সকালে কালিয়াগঞ্জে ঘটনাটি ঘটেছে। নির্যাতিতার অভিযোগ, ৮ মে দুপুর ২টা নাগাদ ওই যুবক তাকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায়। পরে একটি হোটেলে আটকে রেখে মেয়েটিকে একাধিক ধর্ষণ করে। ১১ মে সকাল দশটা নাগাদ নির্যাতিতাকে তাঁর বাড়ির সামনে ফেলে পালিয়ে যায়। ১৭ মে নির্যাতিতা কালিয়াগঞ্জ থানায় যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। সেই সঙ্গে পরিবারের আরও চারজনের বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের করেন যুবতী। এদিন অভিযুক্ত যুবক নিজে কালিয়াগঞ্জ থানায় আত্মসমর্পণ করে। অভিযুক্তকে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ। আইসি দীপাঞ্জন দাস বলেন, ‘মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়েছে। বাকিদের খোঁজ চলছে।
শ্মশান যেতে বিপাকে পড়তে হচ্ছে ডালখোলাবাসীকে
ডালখোলা: বাইপাস নির্মাণ করা হলেও ডালখোলা (Dalkhola) শ্মশান যাওয়ার কোনও সার্ভিস রোড না থাকায় বিপাকে পড়তে হচ্ছে এলাকাবাসীদের। বাসিন্দাদের মতে...
Read more