চালসা: চালসা সংলগ্ন নেওড়া নদীর ধারে সোমবার এক তরুণের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম আসিড ওরাওঁ। বাড়ি সনগাছি চা বাগানের নয়া লাইনে। এদিন স্থানীয় বাসিন্দারা দেহ দেখতে পেয়ে মেটেলি থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠায়। কিভাবে ওই তরুণের মৃত্যু হল তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন : এবার যাত্রাপালায় দেখা যাবে বাদামকাকুকে