শিলিগুড়ি ও রাজগঞ্জ: শনিবার সাতসকালে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। শিলিগুড়ি (Siliguri) সংলগ্ন ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের যুগিভিটা এলাকার ঘটনা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে স্থানীয়রা রাস্তার ওপর ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখেন। তাঁর মাথায় ক্ষতচিহ্ন রয়েছে। যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে বুকে ট্যাটুতে শ্যামল লেখা রয়েছে। এদিন খবর পেয়ে এনজেপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন : তিনদিন বাতিল দার্জিলিংয়ের পথে টয়ট্রেন