রায়গঞ্জ: মামার বাড়িতে অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল ভাগ্নে। ইলেকট্রিকের তার সংযোগ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল তাঁর। পুলিশ ও মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মতিকান্ত বর্মন(২৪)বাড়ি রায়গঞ্জ থানার দীর্ঘই গ্রাম পঞ্চায়েতের বসমানপাড়া এলাকায়। পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। এদিন কাজ সেরে মামার বাড়ি বিরঘই গ্রাম পঞ্চায়েতের মহিষবাথানে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল। অনুষ্ঠান চলাকালীন ইলেকট্রিকের তার সংযোগ করে উঠোনের লাইট জ্বালানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে সে। গুরুতর জখম অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।