কলকাতা: রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রাণহানিও নেহাত কম হচ্ছে না। কলকাতায় (Kolkata) ডেঙ্গিতে মৃত্যু হল এক যুবকের। শুভ ব্রহ্ম নামে ওই যুবক রিজেন্ট পার্ক থানা এলাকার পূর্বপুটিয়ারির বাসিন্দা। দিনদুয়েক আগে জ্বর হয়েছিল তাঁর। এরপর তাঁকে দক্ষিণ কলকাতার বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা করা হলে ডেঙ্গি ধরা পড়ে। বুধবার রাতে হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। এদিকে যুবকের মৃত্যুতে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলেছে তাঁর পরিবার। যদিও অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সম্প্রতি, ডেঙ্গি পরিস্থিতি নিয়ে জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্যকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী। সব জেলায় ডেঙ্গি কল সেন্টার চালু, ডেঙ্গি মোকাবিলায় যুক্ত সরকারি কর্মীদের পুজোর ছুটি বাতিলের নির্দেশ দেন মুখ্যসচিব।
আরও পড়ুন: রাজ্যে আরও এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু, চিন্তা বাড়ছে প্রশাসনের