কলকাতা, ২৬ মার্চঃ লকডাউনের মাঝে রাস্তায় বেরিয়ে পুলিশের লাঠির ঘায়ে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠল। বুধবার ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইল থানার মানিকপুরে। মৃতের নাম লাল স্বামী (৩২)। স্থানীয়রা জানিয়েছেন, জনা কুড়ি পঁচিশ যুবক বানিপুর এলাকায় জড়ো হয়ে গল্পগুজব করছিল। পুলিশ এসে তাদের সরে যেতে বলে। সেই সময় দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায়। স্থানীয়দের দাবি, পুলিশ লাঠিচার্জ করে জটলা সরিয়ে দেয়া চেষ্টা করে। সেই সময় লাঠির আঘাতে রাস্তায় পড়ে যান যুবক। হাসপাতালে নিয়ে যায়া হলে বুধবার রাতেই মৃত্যু হয় ওই যুবকের। যদিও হাসপাতালের তরফে জানানো হয়েছে যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ওই যুবক। যদিও তা মানতে নারাজ মৃতের আত্মীয় ও প্রতিবেশীরা। মৃতের স্ত্রীর অভিযোগ, তাঁর স্বামী দুধ আনতে বেরিয়েছিলেন। তখনই জটলার মধ্যে লাঠিচার্জ করছিল পুলিশ। তার মধ্যেই পড়ে যান তিনি। এলাকায় এই নিয়ে উত্তেজনা ছড়ায়। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
এবারের বাজেটে ‘মহিলা সম্মান বচত পত্র’, নতুন সঞ্চয় স্কিমের ঘোষণা অর্থমন্ত্রীর
ডিজিটাল ডেস্ক: আজ সংসদে পেশ হয়েছে কেন্দ্রীয় বাজেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) আজ বাজেট পেশ করলেন। এবারের বাজেটে...
Read more