জটেশ্বর: যুবরাই দলের ভবিষ্যৎ এই উদ্যোগকে সামনে রেখে জটেশ্বর ২ গ্রাম পঞ্চায়েতের প্রতিটি এলাকায় সম্মেলন আয়োজিত হল যুব তৃণমূলের তরফে। রবিবার জটেশ্বর ২ গ্রাম পঞ্চায়েতের ক্ষীরেরকোট উচ্চবিদ্যালয়ে এই সন্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের সূচনা করেন তৃণমূল নেতা জামালউদ্দিন আনসারি। এছাড়া উপস্থিত ছিলেন যুবর ফালাকাটা ব্লক সভাপতি শুভব্রত দে, যুব নেতা প্রদীপ বর্মন, জেলা যুব সম্পাদক দেবজিৎ পাল সহ অন্যান্যরা।
সম্মেলনের মঞ্চ থেকেই যুব তৃণমূলে যোগদানকারী যুবদের সম্বর্ধনা দেওয়া হয়। পাশপাশি সংগঠনকে ঢেলে সাজানোর জন্য বহু আলোচনা হয় এদিন। জেলা সম্পাদক দেবজিৎ পাল বলেন, ‘যুবরাই আগামীদিনের ভবিষ্যৎ তাই তাঁদের নিয়ে সম্মেলন ও সম্বর্ধনা অনুষ্ঠান করা হয়েছে।‘