রায়গঞ্জ: চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। ধৃত যুবকের নাম রনি ভগৎ, বাড়ি রায়গঞ্জ শহরের পূর্বাশা পাড়া এলাকায়। অপর অভিযুক্ত বিজু জমাদ্দারের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাকরি দেওয়ার নাম করে অভিযুক্তরা বরুয়া গ্রাম পঞ্চায়েতের তাহেরপুরের বাসিন্দা তাপস বর্মনের কাছ থেকে এক লক্ষ টাকা নেয়। তাঁকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্বাস্থ্যকর্মী পদে চাকরি দেওয়ার টোপ দিয়েছিল ওই দুজন। কিন্তু ছয় মাস পেরিয়ে গেলেও চাকরি না হওয়ায় তাপসবাবু রায়গঞ্জ থানায় দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরজনের খোঁজ চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতকে আদালতে তোলা হবে।
পুলিশের অস্ত্র ছিনিয়ে জঙ্গি চালাল গুলি, পালটা পুলিশের গুলিতে মৃত্যু
ডিজিটাল ডেস্কঃ জম্মু-কাশ্মীর সীমান্ত এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। জানা গিয়েছে, পুলিশের কাছে খবর আসে, জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) সীমান্তে পাকিস্তানি জঙ্গি...
Read more