বর্ধমান: ধারাল অস্ত্র দিয়ে সন্তানকে খুনের ভয় দেখিয়ে মাকে ধর্ষণের (Rape) অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার ধান্যখেড়ুর গ্রামে ঘটনাটি ঘটেছে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত যুবক দীপান ধারাকে গ্রেপ্তার করেছে। ওই গ্রামেই তার বাড়ি। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ (Police) সোমবার ধৃতকে কালনা মহকুমা আদালতে পেশ করে। বিচারক তার জেল হেপাজতের নির্দেশ দেন। নির্যাতিতা ও তাঁর পরিবার অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০ বছর বয়সি নির্যাতিতার বাবার বাড়ি ধান্যখেড়ুর গ্রামে। কালনা মহকুমার নাদনঘাট থানার সাতগড়িয়া এলাকার এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। স্বামীর সঙ্গে অশান্তি হওয়ায় ১ বছরের পুত্র সন্তানকে সঙ্গে নিয়ে তিনি দুই মাস আগে বাপের বাড়িতে চলে আসেন। নির্যাতিতার অভিযোগ, রবিবার বেলা সাড়ে ১১টা নাগাদ তিনি সন্তানকে ঘরে রেখে কল থেকে জল আনতে যান। তখন বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগে প্রতিবেশী যুবক দীপান তাঁর ঘরে ঢুকে পড়ে। এরপর ওই যুবক ধারাল অস্ত্র দিয়ে সন্তানকে খুনের ভয় দেখিয়ে বধূকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার পর নির্যাতিতা মন্তেশ্বর থানায় অভিযোগ জানান। তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
আরও পড়ুন : বাড়িতে পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কিশোরের