রায়গঞ্জ: বাড়ির আলমারি ভেঙে পাঁচ হাজার টাকা সহ রুপা ও সোনার গয়না চুরির অভিযোগে এক যুবককে বেধড়ক মারধর দিয়ে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় বাসিন্দারা। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ(Raiganj) থানার বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের রারিয়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সুজন শীল। ধৃতের কাছ থেকে চুরি যাওয়া গয়না উদ্ধার হলেও টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ।
রারিয়া গ্রামের বাসিন্দা রেখা রায় সহ তার পরিবার বাড়ি অদূরে ননদের বিয়ে খেতে গিয়েছিল। রাতে বাড়িতে কেউ না থাকার সুবাদে দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে লুটপাট চালায় দুষ্কৃতী। এদিন সকালে পরিবারের লোকেরা বাড়িতে ফিরে এসে দেখে আলমারির কাপড় এলোমেলো সমস্ত তালা ভাঙা। প্রায় ৮০ হাজার টাকার গয়না খোয়া গিয়েছে। এরপর সন্দেহভাজন গ্রামের বাসিন্দা সুজনশীলকে একটি গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর শুরু করে ক্ষিপ্ত স্থানীয়রা। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ সেখানে যায়। এরপর চুরির ঘটনা স্বীকার করে নেয়। এদিন বিকেল সাড়ে চারটা নাগাদ রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রেখা রায়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সুজনশীলকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হবে। রায়গঞ্জ থানার পুলিশ আধিকারিক বলেন, ওই যুবকের কাছ থেকে কিছু চোরাই সামগ্রী উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত চলছে।