মুম্বই: ১৯৯৩ সালে মুম্বইয়ে সিরিয়াল ব্লাস্টের ঘটনায় অন্যতম অভিযুক্ত ইউসুফ মেমনের মৃত্যু হল শুক্রবার। এদিন মহারাষ্ট্রের নাসিক রোড জেলে এদিন তাঁর মৃত্যু হয়েছে বলে জেলের এক আধিকারিক জানিয়েছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহ ময়নাতদন্তের জন্য ধুলেতে পাঠানো হয়েছে বলে ওই আধিকারিক জানিয়েছেন। নাসিকের পুলিশ কমিশনার বিশ্বাস নানগ্রি পাতিল ইউসুফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বইয়ে সিরিয়াল ব্লাস্ট হয়েছিল। পরপর ১২টি বিষ্ফোরণে ৩১৭ জন নিহত হন। ১৪০০ জনের বেশি মানুষ গুরুতরভাবে জখম হন। এই সিরিয়াল ব্লাস্টের মূল ষড়যন্ত্রী বা মাস্টারমাইন্ড ছিলেন দাউদ ইব্রাহিম ও টাইগার মেমন। ইউসুফ মেমন হলেন টাইগারের ভাই। সন্ত্রাসবাদী কাজে মদত দেওয়া ও নিজের ফ্ল্যাট সন্ত্রাসবাদীদের ব্যবহার করতে দেওয়ার অভিযোগ ছিল ইউসুফের বিরুদ্ধে। বিশেষ টাডা আদালত তাঁকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছিল। ঘটনায় অভিযুক্ত মেমনদের আরেক ভাই ইয়াকুব মেমনের ফাঁসি হয় ২০১৫ সালে।