ডিজিটাল ডেস্ক : তৃণমূলের অন্যতম যুব নেতা হলেন দেবাংশু ভট্টাচার্য। এতদিন তিনি তৃণমূলের (Tmc) সাধারণ সম্পাদক পদে ছিলেন। কিন্তু এবার তাঁকে সেই পদ ছাড়তে হচ্ছে। জানা গিয়েছে, রাজ্য যুব তৃণমূলের নতুন কমিটি গঠন হয়েছে। আর সেই কমিটিতে যেমন প্রচুর নতুন মুখ এসেছে, সেরকমই বাদ গিয়েছেন দেবাংশ ভট্টাচার্যের মতন যুব নেতা। প্রসঙ্গত, নতুনদের মধ্যে বেশিরভাগই রাজ্যের প্রথম সারির নেতা-মন্ত্রীদের পুত্রকন্যা। এই তালিকায় যেমন জায়গা পেয়েছেন অতীন ঘোষের কন্যা প্রিয়দর্শনী ঘোষ, তেমনি প্রয়াত নেতা সাধন পান্ডের কন্যা শ্রেয়া পান্ডের নামও এসেছে। এমন ক্ষিতি গোস্বামীর কন্যা বসুন্ধরা গোস্বামীর নামও রয়েছে এই তালিকায়।
পাশাপাশি রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজার মেয়ে পূজা পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে সৌরভ ভট্টাচার্যের নাম রয়েছে তৃণমূলের রাজ্য কমিটিতে। এছাড়াও অন্যান্য নেতাদের ছেলেমেয়েরাও জায়গা পেয়েছেন। তবে উল্লেখযোগ্য ভাবে বাদ গেলেন তৃণমূলের তরুণ প্রজন্মের অন্যতম নেতা দেবাংশু ভট্টাচার্য। যুব তৃণমূলের নতুন কমিটি থেকে দেবাংশ ভট্টাচার্যকে কেন বাদ দেওয়া হল, তার কোন উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি এমন কি দেবাংশুর তরফ থেকেও তার কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে ব্যাপক হইচই। রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক।